বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক গ্রেফতার

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, জানুয়ারী ২৫, ২০২৫

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরীর বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে পুলিশি অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতার তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে, শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর রহমান হত্যা মামলার (মামলা নম্বর: ৫০/৯/২০২৪) অভিযুক্ত হিসেবে তাদের আটক করা হয়েছে।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলার অন্যান্য তথ্য পরে জানানো হবে।
0 Comments